কক্সবাজারে ফের বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় প্রশাসনের অভিযান: ১ লাখ টাকা জরিমানা

সাইফুল ইসলাম, কক্সবাজার জার্নাল

ফের কক্সবাজার শহরে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করায় পাইকারি দোকানগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ভোক্তার অভিযোগের ভিত্তিতে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করার ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ইসমাইল ট্রেডার্সকে ১,০০,০০০ (এক লাখ) টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসক মো: কামাল হোসেন এর নেতৃত্বে ৩ (অক্টোবর ) সকাল সাড়ে ১০ টার দিকে শহরের বড়বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রালয়ের ( বস্ত্রসেল) এর যুগ্ন সচিব তৌফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল আফসার ও নির্বাহী ম্যাজিস্টেট মাখন চন্দ্র সূত্র ধর।

জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেছেন, নির্ধারিত মূল্যের চেয়ে বড়বাজারের কয়েকজন ব্যবসায়ী বেশি দামে পেঁয়াজ বিক্রি করেছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। ভোক্তা সংরক্ষণ অধিকার আইন -২০০৯ অনুযায়ী ইসমাইল ট্রেডার্সকে ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়। যদি কোন ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে পেঁয়াজ বিক্রি করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পেঁয়াজের বাজার দর নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, কক্সবাজারে পেঁয়াজের দাম কেজি প্রতি ৭০ টাকার মধ্যে রাখার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। গত মঙ্গলবার (১ অক্টোবর) জেলা মনিটরিং কমিটির সভা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি

সভায় কক্সবাজারের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, সুধী সমাজ, সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় পেঁয়াজের সর্বোচ্চ খুচরা মূল্য আপাতত কেজি প্রতি ৭০ টাকার মধ্যে রাখার বিষয়ে পেঁয়াজ ব্যবসায়ীরা প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রতিশ্রুতি অনুযায়ী আপাতত পেঁয়াজের সর্বোচ্চ খুচরা মূল্য ৭০ টাকার মধ্যে রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়েছে, সরকারিভাবে পেঁয়াজেরর আমদানি বৃদ্ধি করা হয়েছে। শীঘ্রই পেঁয়াজের মূল্য স্বাভাবিক পর্যায়ে পৌঁছাবে।

আরও খবর