‘সম্ভাবনা ও প্রতিবন্ধকতা’ কমিউনিটি পুলিশিং ফোরামের কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক •

“সম্ভাবনা ও প্রতিবন্ধকতা” কমিউনিটি পুলিশিং ফোরামের কর্মশালা কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার জেলা পুলিশের আয়োজনে বুধবার (২ অক্টোবর) সকাল ১০ টায় হোটেল ওশান প্যারাডাইস হলরুমে কমিউনিটি রিকভারি এন্ড রেজিলেন্স প্রজেক্ট, ইউএনডিপির সহযোগীতায় পরিচালক মাসুদ করিম রিপনের সভাপতিত্বে কনসালটেন্ট ও সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু বক্কর (পিপিএম) এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পুলিশ হেডকোয়াটারের অতিরিক্ত আইজিপি সহেলী ফেরদৌসী।

বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন (বিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, ইউএনডিপির সাব-অফিস প্রধান ট্রেভর ডি ক্লার্ক,কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম।

কমিউনিটি কার্যক্রম ও সমস্যার বিষয়ে প্রশ্ন করেন,টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি নুরুল হুদা,উখিয়া কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মোঃ কায়ছার,হলদিয়া পালং কমিউনিটি পুলিশের সভাপতি মাহমুদুল হক সিকদার, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, পালংখালী ইউনিয়নের কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক আলমগীর আলম নিসা, টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের দপ্তর সম্পাদক মোঃ হেলাল, পৌর কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক নুরুল হোসাইন,হোয়াইক্যং কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি হারুন রশিদ সিকদার প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত আইজিপি সহেলী ফেরদৌসী বলেন, উখিয়া-টেকনাফে সমাজে পুলিশের ভূমিকায় কাজ করা এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করাই হলো কমিউনিটি পুলিশিংয়ের কাজ। আপনারা যারা কমিউনিটি পুলিশের সদস্য, পুলিশ বাহিনীর সাথে সহযোগি হিসেবে কাজ করছেন, দেশ গঠনে ভূমিকা রাখছেন, জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন,বাল্যবিবাহ ও ইভটিজিং সহ সকল ক্ষেত্রে আপনারা ভূমিকা রাখছেন। কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের জীবন ঝুঁকিতে রয়েছে বলে বক্তারা অভিযোগ করেছেন। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই- যদি কেউ কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের গায়ে হাত তুলে, তবে তাকে কোন অবস্থাতে ছাঁড় দেওয়া হবে। কোনভাবেই মাদকের সাথে সংশ্লিষ্টদের আমরা পরোয়া করিনা। মাদক নির্মূলে যা যা করা দরকার, আমরা তাই করে যাব। ইদানিং ইয়াবা বিস্তারে ব্যাপক ভূমিকা রেখে চলছে রোহিঙ্গারা। রোহিঙ্গা কর্তৃক  স্থানীয়দের কোনভাবেই হয়রানী করতে দেওয়া যাবে না। রোহিঙ্গাদের সন্ত্রাসী কর্মকান্ড ও ইয়াবা পাচার বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি বাড়ানো হয়েছে।

কর্মশালার আয়োজনে দায়িত্বে ছিলেন,কক্সবাজার জেলা প্রজেক্ট কো-অর্ডিনেটর চৌধুরী মোহাম্মদ খালিদ হোসেন এরশাদ।

আরও খবর