জামালপুরে রোহিঙ্গা যুবক আটক

ডেস্ক রিপোর্ট• জামালপুরে রুবেল (২২) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শহরের রেলস্টেশন এলাকা তাকে আটক করা হয়।

আটক রুবেল উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর রহমানের ছেলে বলে জানা গেছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান জানান, মঙ্গলবার সন্ধ্যায় রেলস্টেশন এলাকায় এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা। ওই যুবকের কথাবার্তায় তাকে রোহিঙ্গা বলে সন্দেহ হয়। তাকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসে।

ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদে জানা গেছে. তার নাম রুবেল। তিনি কক্সবাজারের উখিয়া মুসুলি ২ নং ক্যাম্পের আব্দুর রহমানের ছেলে। তার বাড়ি মিয়ানমারের মংডু এলাকায়।

আরও খবর