টেকনাফে র‌্যাবের হাতে ইয়াবাসহ ফের ২ পাচারকারী আটক

গিয়াস উদ্দিন ভূলু,কক্সবাজার জার্নাল

সীমান্ত উপজেলা টেকনাফে মাদক পাচার প্রতিরোধ ও কারবারীদের আইনের আওয়তাই নিয়ে আসতে র‌্যাব-১৫ সদস্যরা একটি অভিযান পরিচালনা করে ইয়াবাসহ টেকনাফ সদর ইউপির আরো দুই মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়েছে।

র‍্যাবের তথ্য সূত্রে জানা যায়, ১ অক্টোবর বিকাল আড়াই টারদিকে টেকনাফে র‌্যাব-১৫ এর একটি চৌকষ দল গোপন সংবাদের তথ্য অনুযায়ী টেকনাফ সদর ইউনিয়ন উত্তর লম্বরী এলাকায় একটি অভিযান পরিচালনা করে দরগাহ ছড়া এলাকার মৃত শেখ আহমদের পুত্র মোঃ ইউনুছ (৩৯) এবং উত্তর লম্বরীর নছর আলীর পুত্র আজিজুল হক (১৯) কে আটক করে। এরপর তাদের দেহ তল্লাশী করে ৮শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করার পর টেকনাফ থানায় হস্তান্তর করা হবে। এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফে র‍্যাবব-১৫ দায়িত্বরত কর্মকর্তা লে.মির্জা শাহেদ মাহতাব।

আরও খবর