মহেশখালীতে স্কুলছাত্রীকে কোপালো সন্ত্রাসীরা, তোলপাড়

সরওয়ার কামাল,মহেশখালীঃ

মহেশখালী উপজেলার কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী আফ্রিদা আমান তুশি সন্ত্রাসীদের দায়ের কোপে নির্মম ভাবে আহত হয়েছে ।

আহতের পরিবার সূত্রে জানা যায়, কালারমারছড়া মিজ্জির পাড়া এলাকার লোকমান’পরিবার ও আমান উল্লাহ’ পরিবারের মধ্যে বাড়ির সীমানাকে কেন্দ্র করে ২৯ ই সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় লোকমানের পুত্র মোস্তফার নেতৃত্বে আমান উল্লাহ’র বাড়িতে হামলা চালানো হয়।

এসময় সন্ত্রাসীরা আমানের স্কুল পড়ুয়া মেয়ে আফ্রিদা আমান তুশির মাথায় দায়ের কোপ দিয়ে তাকে মারাত্মকভাবে রক্তাক্ত করে। তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় তুশিকে উদ্ধার করে চকরিয়া জমজম হাসপাতালে নিয়ে যায়।

এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর বলেন, ঘটনাটির বিষয়ে তদন্ত করার জন্য কালারমারছড়া পুলিশ ফাঁড়ির আইসি কে বলে দিছি। ঘটনারর সাথে জড়িত অপরাধীদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

আরও খবর