টেকনাফে ফের ইয়াবাসহ তিন পাচারকারী আটক

গিয়াস উদ্দিন ভূলু,কক্সবাজার জার্নাল

টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ আশ্রিত ২জন রোহিঙ্গা নাগরিকসহ ৩জনকে আটক করেছে।

গত ২৯ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টারদিকে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবির সমন্বয়ে গঠিত একটিম হ্নীলা দক্ষিণ দমদমিয়া এলাকায় অভিযান চালিয়ে কুতুপালং শরণার্থী ক্যাম্প-৭ এর সি-ব্লকের ৫নং রোমের বাসিন্দা আব্দুল মোতালেবের পুত্র সৈয়দ আলম (৩৫) কে ২শ পিস, একই ক্যাম্পের ডি-ব্লকের ৭নং রোমের বাসিন্দা আজিজের পুত্র আঃ হাসিম (২৫) কে ১শ ৫২পিস অপর একটি অভিযানে, হ্নীলা মধ্যম দমদমিয়া এলাকা থেকে ১০ হাজার ইয়াবাসহ টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুরবিলের বদু মিয়ার পুত্র ইব্রাহিম কামাল (২০) কে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় পৃথক ২টি নিয়মিত মামলা দায়ের করার পর আটক আসামীদের থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর