সংবাদ বিজ্ঞপ্তি •
উখিয়া উপজেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কৃত হলেন, উখিয়া থানার এএসআই দিদারুল ইসলাম।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কক্সবাজার পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তাকে এ পুরস্কার প্রদান করেন, কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আগষ্ট মাসে মাদক উদ্ধার, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ইত্যাদিতে সার্বিক বিবেচনায় উখিয়া থানার এএসআই দিদারুল ইসলামকে এ সম্মাননা দেয়া হয়েছে।
কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেনের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজওয়ান আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আদিবুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মোহাম্মদ মতিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মহেশখালী সার্কেল) রতন বরণ দাশ গুপ্ত, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক বিভাগ) বণিক চন্দ্র দাশ, জেলার ৮ টি থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-