নিজস্ব প্রতিনিধি,উখিয়া :
উখিয়ার পালংখালী স্টেশন হতে রুবেল নামক এক যুবককে আটক করেছে বিজিবি।
তিনি আনজুমান পাড়া নলবুনিয়া গ্রামের মোস্তাক আহমদের পুত্র বলে জানা গেছে। তবে তার গ্রেফতারের বিষয়টি বিজিবি এখনো কিছু জানায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে পালংখালী বটতলী সড়কের বাবুলের দোকান থেকে রুবেলকে আটক করে নিয়ে যায় বিজিবি।
রুবেলের পিতা মোস্তাক আহমদ সাংবাদিকদের বলেন, আমার ছেলেকে আনজুমান পাড়া সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা আটক করেছে।
এ ব্যাপারে পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, পরিবারের পক্ষে রুবেলকে আটক করা হয়েছে এমন খবর পেয়ে তিনি থানার পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলার বাহিনীকে বিষয়টি অবহিত করেছেন।
খোঁজ খবর নিয়ে জানা যায়, সম্প্রতি নলবুনিয়া এলাকায় গ্রামবাসী ও বিজিবি মধ্যে সংগঠিত ঘটনায় বিজিবি বাদী হয়ে উখিয়া থানায় পৃথক ২টি মামলা দায়ের করেন।
ওই মামলার আসামি করা হয় রুবেল সহ বেশ কয়েকজনকে। মোস্তক আহমদ জানান তার ছেলে ও অন্যান্য আসামিরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তাদেরকে জামিন মঞ্জুর করেন। এ ছাড়াও রুবেলের নামে কোন গ্রেপ্তারি পরোয়ানা নেই।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-