জাহাঙ্গীর আলম • (ইনানী) উখিয়া
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল যৌথ চেকপোষ্টে নিয়মিত তল্লাশীকালে টেকনাফ হতে কক্সবাজারগামী সিএনজি থেকে ইয়াবাসহ এক নারী পাচারকারীকে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।
আটককৃত আসামি টেকনাফ পল্লান পাড়া এলাকার মোঃ নাজির হোসেনের স্ত্রী আরেফা বেগম (৩৭)।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় ইয়াবাসহ পাচারকারীকে আটক করে। এ সময় মহিলার চুলের খোপার ভিতরে অতিকৌশলে লুকায়িত অবস্থায় ১লাখ ১৮ হাজার ৫০০টাকা মূল্যের ৩৯৫ পিস ইয়াবা, ১ হাজার টাকা মূল্যের ১ টি মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার টাকাসহ আটক করা হয়। আটককৃত মালামালের সর্বমোট মূল্য-১লাখ ২৩ হাজার ৫০০টাকা।
আটককৃত মালামালসহ ধৃত আসামীকে রামু থানায় সোপর্দ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-