চট্টগ্রাম • নগরের বাকলিয়া বগারবিল এলাকা থেকে আট হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বগার বিল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার সদর থানা টেকপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে সৈয়দুর রহমান এবং সন্দ¦ীপ শিবাহাট খোলা এলাকার মৃত আব্দুল খালেকের মেয়ে স্বপ্না বেগম।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ডিবি উত্তরের সহকারী পুলিশ কমিশনার কাজল কান্তি চৌধুরী ও পুলিশ পরিদর্শক অংসা থোয়াই মারমা’র নেতৃত্বে পুলিশের একটি টিমঅভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এসময় তাঁদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-