শাহীন মাহমুদ রাসেল•
কক্সবাজার সদরের পিএমখালীতে পুকুরে গোসল করতে নেমে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে ৪ নং ওয়ার্ডের মধ্যম জুমছড়ী এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- ওই এলাকার বাবুলের ছেলে তামিম (১১) ও নছিম (৮)।
এলাকাবাসী জানায়, দুপুরে এলাকার একটি পুকুরে দুই ভাই মিলে গোসল করতে নামে। একপর্যায়ে পুকুরের পানিতে তলিয়ে যায় দুই ভাই। এলাকাবাসী পুকুরে অনেক খোঁজাখুঁজি করে দুই ভাইকে একে অপরকে আলিঙ্গন করা অবস্থায় উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।
দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে বলে জানান স্থানীয়রা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-