উখিয়ায় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা

আবদুল্লাহ আল আজিজ • কক্সবাজার জার্নাল

উখিয়ার রত্নাপালং ইউনিয়নের পূর্ব রত্না ১নং ওয়ার্ডের বড়ুয়া পাড়া এলাকায় একই পরিবারের শিশু ও বৃদ্ধাসহ ৪ জনকে ৪ জনকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

২৬ সেপ্টেম্বর সকালে ঘরের ভিতর থেকে ৪টি লাশ উদ্ধার করে উখিয়া থানা পুলিশ।

নিহতরা হলেন, পূর্ব রত্না গ্রামের মৃত প্রবীণ বড়ুয়ার স্ত্রী সখি বড়ুয়া (৬৫), রোকেন বড়ুয়ার স্ত্রী মিলা বড়ুয়া (২৪), শিশু রবিন বড়ুয়া (৫) ও শিশু সনি বড়ুয়া (৬)।

নিহত বৃদ্ধা ও পুত্রবধু

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ২৬ সেপ্টেম্বর সকালে কুয়েত প্রবাসী রোকেন বড়ুয়ার বাড়ির রুমে গলাকাটা অবস্থায় মৃত প্রবীণ বড়ুয়ার স্ত্রী সখি বড়ুয়ার লাশ দেখতে পাই স্থানীয়রা। পরে বাড়ির ভিতরে অন্য একটি রুমে রোকেন বড়ুয়ার স্ত্রী মিলা বড়ুয়া, শিশু রবিন বড়ুয়া ও শিশু সনি বড়ুয়াসহ তিনজনের গলাকাটা অবস্থায় লাশ পাওয়া যায়।

নিহত দুই শিশু

স্থানীয় রত্নাপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোক্তার আহমদ হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে বাড়ির সিঁড়ি ঘর দিয়ে প্রবেশ করে এই হত্যাকান্ড সংগঠিত করা হয়েছে। তবে কে বা কারা এই হত্যা কান্ডের সাথে জড়িত তা এখনো জানা যায় নি।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল মনসুর এ তথ্য নিশ্চিত করেছেন। লাশ গুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি জানান।

তিনি বলেন, যে বাড়িতে হত্যাকাণ্ড ঘটেছে, বাড়িটি পাকা বিল্ডিং। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা আগে থেকে ঘরের ভেতর ঢুকে লুকিয়ে ছিল। অথবা বাড়ির ছাদের ওপরের দরজা দিয়ে ঢুকে এ ঘটনা ঘটিয়েছে।

তবে ঠিক কী কারণে এবং কোন সময়ে তাদের হত্যা করা হয়েছে এ তথ্য জানাতে পারেননি তিনি।

এদিকে খবর পেয়ে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিকারুজ্জামান চৌধুরী ও অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও খবর