মোঃ রেজাউল করিম, ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁও থেকে দালালসহ ৬ রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।
২৪ সেপ্টেম্বর রাত পৌনে এগারোটার দিকে বাজারের ডিসি সড়কের বিমান মৌলবির মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক অভিযানে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান ও এসে আই সঞ্জিত চন্দ্র নাথসহ সঙ্গীয় পুলিশরা অংশ নেন।
কক্সবাজার ডিবি পুলিশের এক কর্মকর্তার খবরের ভিত্তিতে তাদেরকে আটক করা হয় বলে তাৎক্ষণিক জানা গেছে।
আটক দালাল শহিদুল্লাহ জালালাবাদ ইউনিয়নের পালাকাটার মুস্তাফিজুর রহমানের পুত্র।
উপস্থিত লোকজন জানান, সে মাদকাসক্ত। তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে তদন্ত কেন্দ্রের নেয়া হচ্ছে।
এসআই সঞ্জীব চন্দ্রনাথ জানান, সম্ভবত পাচার অথবা অনৈতিক কাজে জড়িত করতে এসব রোহিঙ্গা নারীদের আনা হচ্ছিল।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-