কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে পায়ুপথে পাচারের চেষ্টা: আটক ১

ডেস্ক রিপোর্ট • হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ পলাশ (৪৩) নামে এক যাত্রীকে আটক করেছে র‌্যাব। আটককৃত পলাশ পশ্চিম রামপুরার বাসিন্দা। 

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ইয়াবাসহ তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বিমানবন্দরের এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন।

তিনি বলেন, পলাশ নামের একজন যাত্রী কক্সবাজার থেকে নভোএয়ারের একটি উড়োজাহাজ করে বিকেল ৪টার দিকে শাহজালাল বিমানবন্দরে নামে। সন্দেহজনক তাকে আটক করা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে তার পায়ুপথ থেকে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা করা হবে। 

তিনি আরও জানান, তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাশ জানায়, পশ্চিম রামপুরায় দির্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসায় করে আসছেন। সে নিজেই বাহক এবং নিজেই ব্যবসায়ী।

আরও খবর