চট্টগ্রাম • কক্সবাজারের কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা শরণার্থীদের জন্য আসা ডাল খোলাবাজারে বিক্রির উদ্দেশে চট্টগ্রামের খাতুনগঞ্জে পাচারের সময় দুটি কাভার্ডভ্যান জব্দ করেছে গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশের একটি সূত্র জাগো নিউজকে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে রোহিঙ্গা শরণার্থীদের জন্য আনা চনার ডালভর্তি কাভার্ডভ্যান দুটি জব্দ করা হয়েছে। এ সময় রাসেল নামে একজনকে আটক করা হয়েছে।
সূত্র জানায়, প্রতিটি কাভার্ডভ্যানে আনুমানিক ৫০ টন চনার ডাল রয়েছে। কক্সবাজারের বিসিক শিল্প নগর থেকে তিনটি কাভার্ডভ্যানে এই চনার ডাল খাতুনগঞ্জে পাচার করা হচ্ছিল। এর মধ্যে দুটি আটক করেছে গোয়েন্দা পুলিশ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-