বহর নিয়ে এমপি কমলকে বরণ করলেন ঝিংলজার আ.লীগ নেতা আমিন

প্রেস বিজ্ঞপ্তি:

লন্ডন থেকে সরকারি সফর শেষে কক্সবাজার পৌঁছেছেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। শুক্রবার বিকালে তিনি কক্সবাজার বিমান বন্দরে অবতরণ করেন। বিশাল বহর নিয়ে তাকে বরণ করেছে কক্সবাজার সদর ও রামুর বিপুল নেতাকর্মী।

সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলকে বরণ করতে নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে বিমানবন্দরে যান কক্সবাজার সদরের ঝিংলজা ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন। এই বহরে যোগ দেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিপুল নেতাকর্মী। বহরটি মাইক্রো ও মোটর সাইকেল নিয়ে কক্সবাজার বিমানবন্দরে গিয়ে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলকে বরণ করে নেন। এসময় আমিনুল ইসলাম আমিন এমপি কমলকে শুভেচ্ছা জানান।

আরও খবর