প্রয়াত বিআরটিএ কর্মকর্তার বাসায় ৩৩ লাখ টাকা

ডেস্ক রিপোর্ট • ঝিনাইদহে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এক প্রয়াত কর্মকর্তার বাড়ি থেকে ৩৩ লাখ ১৮ হাজার টাকা উদ্ধার হয়েছে। যা ঘুষের টাকা বলে ধারণা প্রশাসনের।

ডিসি সরোজ কুমার নাথ জানান, গত বৃহস্পতিবার ঝিনাইদহের ভাড়া বাসা থেকে এ টাকা উদ্ধার করা হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উদ্ধার টাকাগুলো ট্রেজারিতে জমা রাখা হয়।

প্রয়াত বিলাশ চন্দ্র সরকার ছিলেন বিআরটিএ-এর সহকারী পরিচালক। তিনি ঝিনাইদহ শহরে একটি ভাড়া বাসায় একা থাকতেন। স্ত্রী ও সন্তানরা থাকতেন ঢাকায়। পরিবারের সঙ্গে তার সুসম্পর্ক ছিল না। গত ১০ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। 

সরোজ কুমার আরো জানান, ১২ সেপ্টেম্বর ছেলে ও স্ত্রী ঝিনাইদহে আসেন। তাদের উপস্থিতিতে বাসার আলমারি খুলে ৩৩ লাখ ১৮ হাজার নগদ টাকা পাওয়া যায়। ছেলেরা দাবি করেন, তার বাবার ছয়টি ব্যাংকে ঋণ আছে। পরে ওই ব্যাংকগুলোতে যাচাই করে প্রশাসন নিশ্চিত হয় যে বিলাশ সরকারের নামে কোনো ঋণ নেই।

এরপর ডিসি খুলনা বিভাগীয় কমিশনার ও ঢাকায় বিষয়টি জানান উল্লেখ করে বলেন, সবাই ধারণা করছেন এগুলো ঘুষের টাকা। তাই এ টাকা আটকে ট্রেজারিতে জমা রাখা হয়েছে।

আরও খবর