কক্সবাজারে বেশী দামে পেঁয়াজ বিক্রি করায় জরিমানা

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

অতিরিক্ত দরে পেঁয়াজ বিক্রি করায় কক্সবাজার শহরের কয়েকটি দোকানে অভিযান চালিয়ে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাইকারি আড়তদারের মূল্য হতে খুচরা বিক্রেতার মূল্যের মধ্যে অস্বাভাবিক পার্থক্য থাকায় এই জরিমানা করা হয়েছে।

বুধবার ১৮ সেপ্টেম্বর জেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা আদায় ও দোকানদারদের সতর্ক করে দেন। মোবাইল কোর্ট পরিচালনাকারী কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হুসাইন বলেন, ২০১৮ সালের কৃষি বিপনন আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায় করা হয়। তিনি জানান, দ্রব্যমূল্যের মূল্য ও মান নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর