স্বাভাবিক ভাবেই আমাদের শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা করে। কিন্তু অনেকেই হয়তো জানেন না, ঠিক কোন ব্যথায় কি উপশম কাজে লাগে।
পেশী ব্যথা, পা মচকানো, মাথাব্যথা এবং অন্যান্য ক্ষেত্রে বরফ ও তাপের মধ্যে কোনটি সবচেয়ে ভালো কাজ করে, কখন বরফ বা তাপ প্রয়োগ করলে নিরাময় দ্রুত হয় ও ব্যথা উপশম হয় তা সবারই জানা প্রয়োজন। চলুন তবে জেনে নেয়া যাক কোন ব্যথার কি উপশম-
পা মচকানোর: বরফ
দ্য ওহাইও স্টেট ইউনিভার্সিটি ওয়েক্সনার মেডিক্যাল সেন্টারের ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড স্পোর্টস মেডিসিনের সহকারী অধ্যাপক মার্ক কনরয় বলেন, ‘সাধারণত ইনজুরির ঠিক পরে তাপ প্রয়োগ একটি মন্দ আইডিয়া, এটি পা মচকানো অথবা রগে টান লাগা যেটাই হোক না কেন। যে ইনজুরিতে উষ্ণতা ও ফোলা থাকে তাতে তাপ দিলে ফোলা আরো বেড়ে যেতে পারে, কিন্তু এক্ষেত্রে বরফ প্রয়োগ করে উপকার পাওয়া যেতে পারে।’
মাসিকের ব্যথা: তাপ
আপনার পিরিয়ড সংক্রান্ত ব্যথা উপশম করতে অনেক সাহায্য করতে পারে গরম সেঁক। ডা. কনরয় বলেন, ‘গবেষণায় পাওয়া গেছে, মাসিকের সময় তলপেটে ব্যথার অন্যান্য চিকিত্সার তুলনায় তাপ প্রয়োগ অধিকতর ভালো ফল দেয়।’
তিনি আরো বলেন, ‘ধারণা করা হয় যে জরায়ুর দীর্ঘস্থায়ী ও বেদনাদায়ক সংকোচনের কারণে মাসিকের সময় ব্যথা হয়ে থাকে। তাপ পেশী শিথিল করে এবং রক্তপ্রবাহ উন্নত করে, যে কারণে ব্যথা উপশম হয়।’ যদি মাসিকের সময় আপনার অসহনীয় ব্যথা এবং নিঃসরণ অত্যধিক হয়, তাহলে তা এন্ডোমেট্রিয়োসিসের লক্ষণ হতে পারে।
মাথাব্যথা: বরফ অথবা তাপ
এক্ষেত্রে আপনার মাথাব্যথার ধরনের ওপর সঠিক চিকিত্সা নির্ভর করছে। প্রফেশনাল ফিজিক্যাল থেরাপির চিকিত্সক জেফ্রি ইয়েলিন বলেন, ‘টেনশন থেকে উদ্ভূত মাথাব্যথার ক্ষেত্রে তাপ থেরাপি (গরম সেঁক) উপকার করতে পারে, যা ঘাড় ও চোয়ালের টাইট পেশী শিথিলকরণে সাহায্য করে।’
তিনি বলেন, ‘সাইনাসের কারণে সৃষ্ট মাথাব্যাথার ক্ষেত্রেও গরম সেঁকের মাধ্যমে উপকার পাওয়া যেতে পারে, যা আপনার নাসিকাপথ উষ্ণ করতে সাহায্য করে এবং কিছু বিল্ট-আপ সিক্রেশন আলগা করে। মাইগ্রেন অথবা অন্যান্য সংবহনতান্ত্রিক মাথাব্যথায় কোল্ড থেরাপি (ঠান্ডা সেঁক) প্রয়োগ করে অধিকতর ভালো ফল পাওয়া যেতে পারে।’
চুলকানি: বরফ
জ্বালাতন সৃষ্টিকারী অ্যালার্জিক রিয়্যাকশন হাইভস বা আমবাতের চুলকানি ও ফোলা উপশমের জন্য একটি দ্রুততম পন্থা হচ্ছে, চুলকানির স্থানে ঠান্ডা সেঁক দেয়া।
কালশিটে: বরফ
প্রাথমিক ইনজুরির পর ত্বকে কালো ও নীল বর্ণ দেখলে কালশিটের স্থানে প্রতি ঘণ্টায় ১৫ মিনিট ধরে বরফ প্রয়োগ করুন। কালশিটে দ্রুত উপশম এবং ফোলা ও ব্যথা হ্রাসে সাহায্য করতে পারে বরফ।
পেশীতে টান: তাপ
অ্যাকিউট ইনজুরির ক্ষেত্রে একটি ছোট বরফ সহায়ক হতে পারে, কিন্তু পেশীর অনমনীয়তা ও ব্যথার ক্ষেত্রে গরম পানিতে গোসলের আর্দ্র তাপ সাহায্য করতে পারে। ডা. কনরয় বলেন, ‘জয়েন্ট বা পেশীতে কিছু দীর্ঘস্থায়ী অনমনীয়তায় তাপ অধিকতর সহায়ক হয়। এটি পেশী ও কণ্ডরা শিথিল করে এবং অনমনীয়তার সঙ্গে সম্পর্কযুক্ত দীর্ঘস্থায়ী উপসর্গ থেকে মুক্তি দিতে পারে।’
পিঠ ব্যথা: বরফ, তারপর তাপ
ডা. কনরয় বলেন, ‘নিম্নস্থ পিঠ ব্যথার ক্ষেত্রে বরফ ব্যবহার করে কেউ তত্ক্ষণাত্ ব্যথা থেকে রেহাই পেতে পারে। দীর্ঘমেয়াদে, কিছু নিম্নস্থ পিঠ ব্যথা অনমনীয়তার সঙ্গে সম্পর্কযুক্ত এবং তাপ প্রয়োগে সম্ভাব্য পেশীর স্প্যাজম শিথিল হতে পারে।’
পতঙ্গের কামড়: বরফ
পতঙ্গের কামড়ের স্থানে কিছুক্ষণ বরফ প্রয়োগ করলে কিছু ব্যথা উপশম হতে পারে এবং সেই সঙ্গে কামড়ের সঙ্গে সম্পর্কযুক্ত সংবেদনশীলতাও। এটি পতঙ্গের কামড়ের স্থানে প্রদাহ হ্রাসে সাহায্য করতে পারে।
আর্থ্রাইটিস: বরফ অথবা তাপ
আপনার আর্থ্রাইটিসের সর্বোত্তম চিকিত্সা নির্ভর করছে আপনার উপসর্গের ওপর। ডা. ইয়েলিন বলেন, ‘জয়েন্টের আর্টিকিউলার সারফেসের ওপর কার্টিলেজ ধারনের সঙ্গে আর্থ্রাইটিক দশা জড়িত। এসব জয়েন্টের চারপাশে পর্যাপ্ত চাপন ও ঘর্ষণে আপনার জয়েন্টের মধ্যে প্রচুর প্রদাহ বিকশিত হতে পারে। এই প্রদাহ আর্থ্রাইটিক জয়েন্টের চতুর্পাশে ব্যথা ও টাইট পেশীর দিকে ধাবিত করতে পারে। টাইট পেশী শিথিলকরণে তাপ ভূমিকা রাখতে পারে, কিন্তু জয়েন্টের ভেতরের প্রদাহের চিকিত্সা করতে বরফ অধিকতর ভালো অপশন হতে পারে।’
টেন্ডিনাইটিস: বরফ, তারপর তাপ
হাড় ও পেশির সংযোগকারী টিস্যুতে হওয়া প্রদাহ থেকে তৈরি ব্যথাকে টেন্ডিনাইটিস বলা হয়। মায়ো ক্লিনিক অনুসারে, এ ব্যথা হ্রাসের জন্য ইনজুরির প্রথম তিনদিনের মধ্যে বরফ ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। প্রথম তিনদিনের পর তাপ প্রয়োগ করলে ইনজুরিতে রক্তপ্রবাহ বৃদ্ধি পেতে পারে, যা নিরাময় ত্বরান্বিত করতে সাহায্য করবে।
সানবার্ন: বরফ
সূর্যের নিচে দীর্ঘসময় কাটানোর ফলে উদ্ভূত ব্যথা ও ফোলা হ্রাসে সাহায্য করতে পারে ঠান্ডা সেঁক। সানবার্ন বা রোদে পোড়া থেকে দ্রুত উপশম পেতে টাওয়েলে মোড়ানো বরফ প্রয়োগ করুন। সরাসরি বরফ লাগাবেন না।
নিতম্ব ব্যথা: বরফ, তারপর তাপ
নিতম্ব ব্যথার উত্পত্তি পিঠ থেকে এবং ব্যথা বা অসাড়তা পায়ের দিকে ছড়িয়ে পড়ে। আপনার নিম্নস্থ পিঠে ঠান্ডা সেঁক বা গরম সেঁক নেওয়ার প্রয়োজন হতে পারে, পায়ে নয়। ডা. ইয়েলিন বলেন, ‘লোকজন সাধারণত যেখানে উপসর্গ অনুভব করে সেখানে তাপ বা বরফ প্রয়োগ করতে চায়। তাত্ত্বিকভাবে এটি একটি ভালো আইডিয়া মনে হতে পারে, যাইহোক, যদি উপসর্গ স্নায়ুতাত্ত্বিক হয় এবং তাদের মূল কারণ মেরুদণ্ডের নিকটবর্তী হয়, তাহলে মেরুদণ্ডে বরফ ব্যবহার করাটা অপ্রয়োজনীয় নয়। কিন্তু পায়ের পেছনে অথবা কাফে তাপ বা বরফ প্রয়োগ খুব একটা কাজে আসবে না।’
গলাব্যথা: বরফ অথবা তাপ
যদি আপনার গলাব্যথা থাকে, তাহলে গরম চা বা স্যুপে চুমুক অথবা আইস পপ বা আইসক্রিম খাওয়া আপনাকে ভালো অনুভব করতে সাহায্য করবে। আপনার ব্যথা উপশমের জন্য আরেকটি সাধারণ ও কার্যকরী উপায় হচ্ছে, কুলকুচা করা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-