ভ্যানিটি ব্যাগে ইয়াবা, আটক দুই বোন

ডেস্ক রিপোর্ট •

প্রতিকী ছবি

রাজধানীর মুগদা থেকে চার হাজার ২০০ ইয়াবাসহ দুই বোনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, রেখা ও তার ছোট বোন বিথী।

সোমবার দুপুরে সিটি পল্লী থেকে তাদেরকে আটক করা হয় বলে রাতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

মুগদা থানার ওসি প্রলয় কুমার সাহা জানান, সোমবার দুপুরে মুগদা থানার সিটি পল্লী এলাকায় দুই বোন রেখা ও বিথী হেঁটে যাচ্ছিলেন। সন্দেহ হলে পুলিশের টহল টিম তাদেরকে আটক করে তল্লাশি চালায়। এ সময় তাদের দুজনের ভ্যানিটি ব্যাগ থেকে এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের মদিনাবাগের বাড়ি থেকে আরো তিন হাজার ২০০ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মুগদা থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

আরও খবর