সাইফুল ইসলাম • কক্সবাজার জার্নাল
কক্সবাজার শহরের বিভিন্ন স্থানে সড়কের দুইপাশে বাজার, ফুটপাতের দোকান, বাস, মিনিবাস, ট্রাক মালিকদের কাছ থেকে যারা অবৈধভাবে চাঁদা আদায় করছে তাদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান শুরু হয়েছে।
১৬ সেপ্টেম্বর (সোমবার) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সূত্রধর এর নেতৃত্বে পৌরসভার বাসটার্মিনাল এলাকায় বাস, মিনিবাস, ট্রাক মালিকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনকারীদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সূত্রধর বলেন, যারা অবৈধভাবে বিভিন্ন স্পট, ট্রাক ও বাস থেকে চাঁদা উত্তোলন করছে তাদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। তবে এবার অভিযান চালানোর সময় চক্রটি কৌশলে পালিয়ে যাওয়ায় কাউকে জরিমানা বা আটক করা সম্ভব হয়নি। ওইসব চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-