কক্সবাজারে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিবেদক •

কক্সবাজার শহরের কাটা পাহাড় ও কবিতা চত্বর এলাকা থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে দুইটি অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে এ দুইটি মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের একজন শহরের বাহারছড়া এলাকার রিফাত (২৫) ও অপরজনের নাম পরিচয় জানা যায়নি।

দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার। তিনি বলেন, ‘হয়তো ভোরের দিকে মাদক ব্যবসায়ীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।’

আরও খবর