বার্তা পরিবেশক •
কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ২১ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ১৩ সেপ্টেম্বর সকাল ৮টা হতে ১৪ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন
১। শেখ ইমামুল হক,পিতা- মৃত শেখ ইসমাইল,সাং-পাওয়ার হাউজ,হাজী পাড়া,থানা ও জেলা-কক্সবাজার।
২। মোঃ মাসুম বিল্লাহ ,পিতা- গোলাম মোস্তফা,থানা-টঙ্গীপাড়া,জেলা-গোপালগঞ্জ,
৩। মোঃ আবুল কালাম,পিতা- নেজাম উদ্দিন,সাং-কবি নজরুল ইসলাম সড়ক,থানা ও জেলা-খুলনা।
৪। মোঃ বাবু,পিতা- দিল মোহাম্মদ,সাং-ফিসারী ঘাট থানা-মহেষখালী,জেরা-কক্সবাজার।
৫। মোঃ রাব্বি,পিতা- জাহাঙ্গীর আলম,সাং- নতুন বাহারছড়া,থানা ও জেলা-কক্সবাজার।
৬। ফিরোজ,পিতা-মৃত মোঃ আলী,সাং- নতুন বাহারছড়া,থানা ও জেলা-কক্সবাজার।
৭। মোঃ সোনা মিয়া,পিতা- মৃত আবুল শামা,থানা-মহেষখালী,জেলা-কক্সবাজার।
৮। আব্দুর শুক্কুর,পিতা-মৃত নুরুল কবির,সাং-ফদনার ডেইল,থানা ও জেলা-কক্সবাজার।
৯। মেহেদী হাসান,,পিতা-মোঃ শাহাব উদ্দিন,সাং-উত্তর নুনিয়ারছড়া,থানা ও জেলা-কক্সবাজার।
১০। মোঃ কাউছার,পিতা- মোঃ ফারুক,সাং- উত্তর নুনিয়ারছড়া,থানা ও জেলা-কক্সবাজার।
১১। নুরুল ইসলাম,পিতা- ইউসুপ আলী,সাং- পশ্চিম নতুন বাহারছড়া,থানা ও জেলা-কক্সবাজার।
১২। মোঃ ইয়াছিন,পিতা-মৃত শহর মুল্লুক, সাং- পশ্চিম নতুন বাহারছড়া,থানা ও জেলা-কক্সবাজার।
১৩। আব্দুল্লাহ ,পিতা- আবুল হাশেম,সাং-নয়াপাড়া,থানা-টেকনাফ,জেলা-কক্সবাজার।
১৪। ওবাইদুল্লাহ,পিতা- আবুল হাশেম,সাং- নয়াপাড়া,থানা-টেকনাফ,জেলা-কক্সবাজার।
১৫। জাহিদুল জামান,পিতা-মোঃ মোস্তফা ,সাং-দক্ষিণ ঘোনার পাড়া,থানা ও জেলা-কক্সবাজার।
১৬। মোঃ জিয়াবুল হক,পিতা- নেজামুল হক,সাং- বাদশা ঘোনা ,থানা ও জেলা-কক্সবাজার।
১৭। মোঃ সাহাব উদ্দিন,পিতা-মোঃ ইসমাইল,সাং-দক্ষিণ পাহাড়তলী বউ বাজার,থানা ও জেলা-কক্সবাজার।
ওয়ারেন্ট সংক্রান্তে আসামীঃ-
১। জসিম উদ্দিন,পিতা- মৃত বদও আলম,সাং-তেতৈয়া ইউছুফ ফকিরের পাড়া,থানা ও জেরা-কক্সবাজার।
২। মরজুর আলম,পিতা- আঃ শুক্কুর,সাং- চাউল বাজার,থানা ও জেরা-কক্সবাজার।
৩। নবাব মিয়া,পিতা- মৃত আব্দুল্লাহ,সাং- উত্তর ডিককুল,০৬নং ওয়ার্ড,থানা ও জেলা-কক্সবাজার।
৪। মোঃ মোহিন,পিতা- মোঃ জালাল আহমেদ,সাং-দক্ষিন রুমালিয়ারছড়া,থানা ও জেলা-কক্সবাজার।
৫। হেলাল উদ্দিন,পিতা-আবুল কালাম,সাং- টেকপাড়া,থানা ও জেলা-কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার পিপিএম, তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-