চট্টগ্রাম ব্যুরো •
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন আব্দুল লতিফ হাটখোলা মহিলা স্কুল এলাকায় অভিযান চালিয়ে ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে অপহরণের অভিযোগে অপহরণকারী চক্রের ৯ সদস্য গ্রেফতার করেছে পুলিশ। একই অভিযানে অপহরণের শিকার চারজনকে উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- জাহিদুর আলম (২৩), আবু হেলাল (২৮), মো. সোহাগ (২৪), মো. সাকিল (২৪), ইব্রাহিম (২০), মো. ইমরান (২৬), মো. মুজিব (২৫), শওকত আলী (২৬) ও মো. সাহাব উদ্দিন (১৯)।
অন্যদিকে পুলিশের অভিযানে জিম্মিদশা থেকে মুক্ত হয়েছেন মো. বেলাল (৩০), ইয়াছিন (২৪), বশির আহমদ (৪৫) ও মো. ফারুক (২৩)।
বুধবার রাতে বাকলিয়ার আব্দুল লতিফ হাটখোলা মহিলা স্কুল এলাকায় এই অভিযান চালানো হয়।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, অপহরণের শিকার ব্যক্তিরা আজ বৃহস্পতিবার সকাল ৯টায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে এয়ার এরাবিয়ায় দুবাই যাওয়ার কথা ছিল। এজন্য তারা বুধবার সন্ধ্যায় বাকলিয়ার আব্দুল লতিফ হাটখোলায় মো. সামসুল আলম নামের এক ব্যক্তির বাসায় অবস্থান করেন।
‘এ সময় ৮-৯ জনের একটি দল ওই বাসায় ঢুকে ডিবির লোক পরিচয় দিয়ে তাদের মারধর করে। একপর্যায়ে থানায় নিয়ে যাওয়ার কথা বলে বাকলিয়ার লিচু ফ্যাক্টরির গার্ড রুমের ভিতর নিয়ে তাদেরকে আটকে রাখে এবং ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণকারীরা মোবাইলে ফোন করে দুইটি বিকাশ নম্বরে টাকাও পাঠাতে বলে।’
তিনি আরো বলেন, তখন দুটি নাম্বারে ৮ হাজার ২০০ টাকা ও ২৪ হাজার ৫০০ টাকা পাঠানো হয়। এই টাকা নিতে বাকলিয়ার ডেপুটি রোড হাফিজ টেলিকম সেন্টারে এলে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের তথ্যমতে বাকিদের গ্রেপ্তার ও ভুক্তভোগীদের উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-