কক্সবাজারে র‍্যাবের অভিযানে ৭৯ লাখ টাকার ইয়াবাসহ আটক ২

আবদুল্লাহ আল আজিজ • কক্সবাজার জার্নাল :

কক্সবাজার সদররের লিংকরোডে অভিযান চালিয়ে থেকে ১৫ হাজার ৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

বুধবার (১১সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়।

তারা হলেন, কক্সবাজার পৌরসভার টেকপাড়া বার্মিজ মার্কেট এলাকার মৃত কবির আহমদের ছেলে সুলতানুল ইসলাম ওরফে সুলতান (৩৯) ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি চকঢালা এলাকার মোঃ ছব্বির আহমদের ছেলে মোঃ জয়নাল প্রকাশ জানে আলম (২০)।

(র‌্যাব)-১৫ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে টেকনাফ থেকে একটি খালি লেগুনাযোগে মাদক ব্যবসায়ীরা ইয়াবার একটি বড় চালানসহ কক্সবাজার শহরে প্রবেশ করছে। এই সংবাদের ভিত্তিতে র‌্যাবের চৌকস অভিযানিক দল অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের হাতে থাকা কমলা রংয়ের একটি শপিংব্যাগ তল্লাশি করে ১৫,৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত ইয়াবার বাজারমূল্য ৭৯ লাখ ৫০ হাজার টাকা।

তিনি জানান, আটক দুই মাদক ব্যবসায়ীকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং র‌্যাবের মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর