বার্তা পরিবেশক •
কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ৭ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ১০ সেপ্টেম্বর সকাল ৮টা হতে ১১ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন
১। মোঃ পারভেজ প্রকাশ ধলাইয়া, পিতা-মৃত নুরুল আলম বহদ্দার, সাং-কাউয়ারপাড়া, খুরুশকুল, থানা ও জেলা-কক্সবাজার।
২। ছোটন দে, পিতা-মৃত শ্রীমত দে, সাং-ঘোনারপাড়া, ০৮নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজার
৩। শহিদুল ইসলাম, পিতা-নুরুল ইসলাম, সাং-মাষ্টার পাড়া, ০৯নং ওয়ার্ড, খুরুলিয়া, থানা ও জেলা-কক্সবাজার
৪। সুভাশিষ ঘোষ প্রকাশ জয়, পিতা-ডাঃ বিশ^নাথ ঘোষ, সাং-নগর পাড়া, একতারপুর, থানা-লালবাগ, জেলা-ঢাকা।
৫। মোঃ হুমায়ন শেখ, পিতা-মৃত মোহসেন শেখ, সাং-আনন্দ নগর, (মহসেন শেখ বাড়ী) ০৪নং ওয়ার্ড,থানা-তেবখাদা, জেলা-খুলনা, বর্তমানে ফতের ঘোনা, পূর্ব লাইট হাউজ পাড়া, থানা ও জেলা-কক্সবাজার।
ওয়ারেন্ট সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী…..
১। সফর আলম, পিতা-মৃত নাছির মোহাম্মদ, সাং-সওদাগর পাড়া, ভারুয়াখালী, থানা ও জেলা-কক্সবাজার।
২। সরওয়ার কামাল, পিতা-মৃত মমতাজ আহম্মদ, সাং-ঘোনারপাড়া, ০৭নং ওয়ার্ড, থানা ও জেলা-কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-