গিয়াস উদ্দিন ভুলু • কক্সবাজার জার্নাল
টেকনাফে লাগাতার বৃষ্টি পাহাড় ধ্বসের ঘটনায় দুই শিশু নিহত হওয়ার পর বৃষ্টির জমে থাকা পানির স্রোতে ভেসে গিয়ে মোঃ হারিছ (১০) নামে আরো এক শিশু মারা গেছে।
তথ্য সুত্রে জানা যায়, নিহত শিশু টেকনাফ সদর ইউনিয়ন পুরান পল্লানপাড়া এলাকার আবদুল গফুর প্রকাশ পাবলিসিটি গফুরের ছেলে। সে স্থানীয় মাদ্রাসার হেফজ বিভাগের ৩য় শ্রেনীর ছাত্র ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অত্র এলাকার যুবলীগনেতা আব্দুল ফারুক জানান, মঙ্গলবার দুপুরের দিকে কয়েকজন শিশু বাড়ির বাহিরে খেলতে বের হয়। এসময় অতিরিক্ত বৃষ্টির জমে থাকা বিলের পানির স্রোতে পড়ে ভেসে যায় সে। এরপর প্রত্যক্ষদশীরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করে।
প্রসঙ্গত একই দিন মঙ্গলবার ভোরে পুরাতন পল্লানপাড়া এলাকায় পাহাড় ধ্বসের ঘটনায় ভোর রাতের দিকে ঘুমন্ত অবস্থায় আরো দুই শিশু নিহত হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-