আশুরা উপলক্ষে ইরাকের কারবালায় তাজিয়া মিছিলে পদদলিত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অন্তত শতাধিক আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) মহানবী হজরত মুহম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসাইনের হুসাইনের মৃত্যুদিন পালনের অংশ হিসেবে ইরাকের কারবালায় তাজিয়া মিছিলে যোগ দিতে লাখো মানুষ সমবেত হয়। মিছিলের ভবন ধসের আতঙ্ক ছড়িয়ে পড়লে সবাই ছোটাছুটি শুরু করেন। এতে পদদলিত হয়ে ৩১ জনের মৃত্যু হয়।
দেশটির স্বাস্থ্য মন্ত্রীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-