মেরিন ড্রাইভ সড়কে পাহাড় ধ্বসে আহত ১৫, দুই ঘণ্টা যান চলাচল বিঘ্নিত

জাহাঙ্গীর আলম • (ইনানী) উখিয়া :

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়িতে ভয়াবহ পাহাড় ধ্বসের ঘটনা ঘটেছে। মাটি চাপায় আহত হয়েছে ১৫ জন। আজ মঙ্গলবার বিকাল ৪টায় এ ঘটনা ঘটে। পাহাড়ের মাটি পড়ায় মেরিনড্রাইভ সড়কে যোগাযোগ প্রায় ২ ঘন্টা বন্ধ থাকে।

অতি বৃষ্টির কারণে মেরিন ড্রাইভ লাগোয়া পাহাড়ে ভয়াবহ ধ্বস হয়। এতে মাটি চাপা পড়ে আহত যায় ১৫ জন। খবর পেয়ে দ্রুত তাদের উদ্ধার করতে সক্ষম হন সেনাবাহিনীর ১৭ ইসিবির সদস্যরা। আহতদের উদ্ধার করে সবাইকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কক্সবাজার সদর হাসপাতাল কতৃপক্ষ

আহতদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। মাটি চাপা পড়া সবাই কয়েকটি সিএনজি অটোরিক্সার গাড়ির যাত্রী বলে জানাগেছে। ঘটনাস্থলে দেখা গেছে তিনটি সিএনজি ধুমড়ে-মুচড়ে গেছে

এদিকে পাহাড় ধ্বসের বিপুল মাটি জমে মেরিনড্রাইভ সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ওই সময় পর্যটকবাহী গাড়িসহ সড়কের উত্তর ও দক্ষিণ পাশে শত শত গাড়ি আটকা পড়তে দেখা যায় পরে ১৭ ইসিবির প্রকৌশল বিভাগের কর্মীরা মাটি সরালে প্রায় ২ ঘন্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও খবর