শিকড় ভুলতে শুরু করেছেন সেই ‘পাগলী’ রানু!

কক্সবাজার জার্নাল ডেস্ক •

মাস দুয়েকও হয়নি, স্টেশনে স্টেশনে ঘুরে জীবন ধারন করতো রানু মণ্ডল! নোংরা পরিবেশেই ছিলো তার বাস! অথচ সেই রানু সোশাল মিডিয়ার কল্যাণে হঠাৎ তারকা বনে গিয়ে সহ্য করতে পারছেন না ভক্তদেরও!

হ্যাঁ, সম্প্রতি এমন ঘটনায় ঘটেছে। তারকা বনে যাওয়ার পর রানুর সাক্ষাৎ পেতে নাকি এখন তার বাড়ির সামনে ভিড় লেগে যায়। অনেকে তাকে দেখে দৌড়ে এসে জড়িয়েও ধরে! আর এই বিষয়টা নাকি মেনে নিতে পারছেন রানু।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, অনুরাগীরা সাক্ষাত হলেই জড়িয়ে ধরতে চাইছেন। রানু বললেন, সেই অনুরাগীদের মধ্যে কারো কারো নাকি গায়ে বেশ দুর্গন্ধ। আর তাতে নাকি বেশ অস্বস্তি হচ্ছে তার। শুধু তাই না, কখনো কখনো ঘেন্নাও লাগছে!

নেটদুনিয়ায় এই বক্তব্য ছড়িয়ে পড়ার পরই নেটিজেনরা ভীষণ চটেছেন রানুর আচরণে! তাদের অভিযোগ, খ্যাতির স্বাদ পেতে না পেতেই শিকড় ভুলতে শুরু করেছে রানু।

এদিকে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর বলিউডের হিমেশের সঙ্গে গান গাওয়া ছাড়াও তিনি নাকি ডাক পেয়েছেন এ আর রহমানের অফিস থেকেও। এছাড়া সোনু নিগমের মতো গায়কও তার সঙ্গে গান গাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

আরও খবর