সাইফুল ইসলাম, কক্সবাজার জার্নাল
দ্রব্য মূল্য প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য দ্রব্য বিক্রি-সহ বিভিন্ন অভিযোগে কক্সবাজার শহরে অভিযানে নেমেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
৯ সেপ্টেম্বর (সোমবার) কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া সুলতানার নেতৃত্বে শহরের প্রধান সড়কের সিকদার মহলস্থ কমলা ট্রেডিং ও লালদিঘীর দক্ষিণ-পূর্ব পাড়ের প্রধান সড়কের জিলানী সুপার শপকে দ্রব্য মূল্য প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য দ্রব্য বিক্রি-সহ বিভিন্ন অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরণের অপরাধ যাতে পুনরায় সংঘটিত করা না হয়, সে বিষয়ে শহরের ঐতিহ্যবাহী সুপার শপ দু’টিকে সতর্ক করে দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া সুলতানা বলেন, দ্রব্য মূল্য প্রদর্শন না কার, মেয়াদ উত্তীর্ণ খাদ্য দ্রব্য বিক্রি করার অভিযোগে কমলা ট্রেডিং ও জিলানী শপকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযাব অব্যাহত থাকবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-