বাংলাদেশ মানবাধিকার কমিশন উখিয়া শাখা ও বিভিন্ন অঙ্গসংগঠনের গভীর শোক প্রকাশ

উখিয়ার প্রাক্তন ইউপি সচিব সিকান্দর আলি আর নেই: কাল জানাযা

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ মানবাধিকার কমিশন উখিয়া উপজেলার শাখার সাধারণ সম্পাদক, সাবেক জেলা ছাত্রলীগের নেতা, কক্সবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংকের পরিচালক, উখিয়ার জালিয়াপালং ও হলদিয়া পালং ইউনিয়নের প্রাক্তন ইউপি সচিব জনাব সিকান্দার আলি (সেক্রেটারি সিকান্দার) ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহে…… রাজেউন)।

৯ই সেপ্টেম্বর রবিবার রাত ৯টা সময় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের উখিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ।

আগামীকাল সোমবার দুপুরের নামাজের পর উখিয়া কেন্দ্রীয় মসজিদ প্রাঙনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

আরও খবর