গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে নিজ বসতি ঘরের ছেঁড়া বৈদ্যুতিক তার মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল এক যুবক।
সূত্রে জানা যায়, ৭ সেপ্টেম্বর গভীর রাত ১১ টারদিকে হোয়াইক্যং মনিরঘোনা নুরুল আলমের পুত্র মোঃ ইউনুছ(২৩) নিজ ঘরের বিদুৎ লাইনের ছেঁড়া তার মেরামত করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।
ঘটনাটির খবর পেয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি মোঃ বোরহান উদ্দিন ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট তৈরী করে। এরপর পারিবারিক কোন অভিযোগ না থাকায় লাশটি দাফন করার জন্য অনুমতি দিয়ে আসে।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন,হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি মোঃ বোরহান উদ্দিন ভূঁইয়া।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-