ডেস্ক রিপোর্ট – ময়মনসিংহ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সজল মিয়া (২৪) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার (৭ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে ময়মনসিংহ শহরতলীর মধ্যবারেরা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ডিবি পুলিশের সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) দুই পুলিশ সদস্য।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, রাতে ওই এলাকায় কিছু ব্যবসায়ী মাদক কেনাবেচা করছিলেন। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। পরে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়।
এরপর ঘটনাস্থল থেকে তিনটি ছুরি ও ১০০ গ্রাম হেরোইনসহ গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী সজলকে উদ্ধার করা হয়। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডিবির ওসি আরও জানান, নিহত সজলের বিরুদ্ধে মাদক, চুরি, ছিনতাইসহ ৬টি মামলা রয়েছে। তার বাড়ি ময়মনসিংহ শহরের কৃষ্টপুর এলাকায়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-