রোহিঙ্গাদের সিম নিয়ন্ত্রণে কঠোর উপজেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক :

উখিয়া উপজেলায় রোহিঙ্গাদের সিমকার্ড বিক্রয় ও ব্যবহার নিয়ন্ত্রণে মোবাইল অপারেটরদের প্রতিনিধি, ডিলার ও স্থানীয় সিমকার্ড ব্যবসায়ীদের সাথে এক জরুরি বৈঠক অনুষ্টিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল সাড়ে ১০ টায় উখিয়া উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেয়ার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী বলেন, রোহিঙ্গাদের কোন অবস্থাতেই সিম বিক্রি করা যাবেনা, যদি কোন এলাকা থেকে সিম এনে ব্যবসায়ীরা বিক্রি করেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক দোকান গুলোতে অচিরেই অভিযান পরিচালনা করা হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম ও উখিয়া থানার এস আই ফারুক আহামদ প্রমূখ ।

আরও খবর