কক্সবাজারের প্রথম সিলভার বাটন মোজাহিদের হাতে

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার জেলায় ইউটিউবার হিসাবে ইউটিউব কর্তৃক বহুপ্রত্যাশিত সিলভার বাটন পেয়েছেন কক্সবাজারের মহেশখালীর সন্তান মোজাহিদুল ইসলাম। কক্সবাজার জেলায় তিনিই প্রথম ও একমাত্র ইউটিউবার যার হাতে সিলভার বাটন উঠেছে। তিনি ওয়ার্ল্ডওয়াইড চ্যানেল পরিচালনার জন্য এ সিলভার বাটন পেয়েছেন।

কক্সবাজারের মহেশখালীর উপজেলার মুন্সিরডেইল গ্রামে জন্ম নেয়া মোজাহিদুল ইসলাম ইউটিউব কতৃপক্ষের কাছে সিলভার বাটন পেয়ে দারুণ খুশি। তিনি জানান,ইউটিউব এর সিলভার বাটন তাকে আরোও বেশি কাজ করতে প্রেরণা যোগাবে। ভবিষ্যৎ তিনি নতুন কিছু করতে চান বলে জানান।

বর্তমান তার চ্যানলটিতে দুই লাখ ৫০হাজারেরও বেশি সাবস্ক্রাইব রয়েছে। যা কক্সবাজারের ইউটিউব বারদের মধ্যে সর্বোচ্চ। মোজাহিদের এমন সফলতায় তাকে অভিনন্দন জানিয়েছেন দেশ ও প্রবাসি অনেক ইউটিউবার।

আরও খবর