উখিয়ায় র‍্যাবের অভিযানে ৩৯ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল

উখিয়ার পালংখালী বাজারে অভিযান চালিয়ে থেকে ৭ হাজার ৮৯০ পিস ইয়াবাসহ মোঃ ইসমাইল (১৯) নামে এক যুববকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

শুক্রবার (৬সেপ্টেম্বর) আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে পালংখালীর বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মোঃ ইসমাঈল টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ডের লেঙ্গুরবিল এলাকার জহিরের আহম্মেদের ছেলে।

সহকারী পুলিশ সুপার মোঃ মাহমুদুল হাসান মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য মাদক ব্যবসায়ী অবস্থান করছে এমন খবর পেয়ে র‍্যাবের চৌকস অভিযানিক দল অভিযান পরিচালনা করলে এসময় বিক্রির মজুদ ৭হাজার ৮৯০ পিস ইয়াবাসহ ইসমাঈলকে আটক করা হয়। আটককৃত ইয়াবার বাজারমূল্য ৩৯ লাখ ৪৫ হাজার টাকা।

আটক ইসমাঈলকে ইয়াবাসহ উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান।

আরও খবর