কক্সবাজার জার্নাল ডটকম :
রোহিঙ্গাদের কুড়াল ও বেনচা দিচ্ছে এনজিও সংস্থা “শেড”।
বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উখিয়ার মালভিটা পাড়া শেড অফিসে অভিযান চালিয়ে বিপুল কুড়াল,বেনচা ও কুড়াল তৈরীর জন্য রাখা লাঠি উদ্ধার করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট উখিয়ার এসিল্যাড ফখরুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসন।
এ ব্যাপারে জানতে চাইলে এসিল্যাড ফখরুল ইসলাম বলেন, শেড অফিসে পাওয়া কুড়াল,বেনচা ও লাঠিগুলো জব্দ করা হয়েছে। এগুলো কি জন্য আনা হয়েছিল যাচাইবাছাই পূর্বক পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-