৯ দিন আগে টেকনাফে আটক হওয়া মিয়ানমারের ৪ সীমান্ত রক্ষীকে ফেরত দেবে বাংলাদেশ

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল

অবশেষে ৯ দিন আগে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক হওয়া মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপির চার সদস্যকে হস্তান্তর করা হচ্ছে।

তথ্য সূত্রে জানা যায়,আজ ৪ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২টার দিকে বান্দরবান ঘুমধুম সীমান্তে দুই দেশের পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হবে। গতকাল ৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে সাংবাদিকদের জানিয়েছেন, কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে.কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।

তিনি জানান, ৪ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২টার দিকে আটক চার বিজিপি সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হবে। এই পতাকা বৈঠকে দুই দেশের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট রাতে টেকনাফ সদর ইউনিয়ন নাজিরপাড়া নাফনদী সীমান্ত পয়েন্ট থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে মিয়ানমার বিজিপির এই চার সদস্যকে আটক করতে সক্ষম হয় বাংলাদেশ সীমান্ত প্রহরী টেকনাফ বিজিবি সৈনিকেরা। এসময় তাদের ব্যবহৃত একটি স্পিটবোট, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এরপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর তারা মিয়ানমার বিজিপি সদস্য বলে স্বীকার করে।

আরও খবর