রামুর গর্জনিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ জনের মর্মান্তিক মৃত্যু: ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি

আতিকুর রহমান মানিক :

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ২ জনের মৃত্যু হয়েছে। ৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) ভোররাত ২ টায় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন বাজারের ব্যবসায়ীরা। আকষ্মিক এ অগ্নিকান্ডে ৫ টি দোকান পুড়ে গেছে। আগুন থেকে বাঁচাতে এ সময় আরো ২ টি দোকান ভেঙ্গে সরিয়ে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের ফিরোজ আহমদের মুদির দোকান থেকে আকষ্মিক অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এরপর মূহুর্তেই আগুনের শিখা আশপাশের দোকানে বিস্তৃতি লাভ করে। বাজারের ব্যবসায়ীরা ও স্হানীয় জনগন আগুন নেভানোর চেষ্টা শুরু করার পর রাত তিনটার দিকে রামু এবং কক্সবাজার থেকে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্হলে পৌঁছে ও সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে।আগুনের সূত্রপাত হওয়া দোকান মালিক ফিরোজ আহমদ (৫৫) ও কর্মচারী আনোয়ার (১৫) আগুনে পুড়ে মারা গেছেন। অগ্নিকান্ডের পর ফায়ার সার্ভিসের কর্মীরা ওই দোকান থেকে তাদের মৃতদেহ উদ্ধার করেছেন।

নিহত ব্যবসায়ী ফিরোজ আহমদ কচ্ছপিয়া ইউনিয়নের ছোট জামছড়ি এলাকার লাল মোহাম্মদের ছেলে এবং কর্মচারী আনোয়ার হোসেন একই ইউনিয়নের শুকমনিয়া গ্রামের নুর কাদেরের ছেলে বলে জানা গেছে। এ অগ্নিকান্ডে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে  জানিয়েছেন ব্যবসায়ীরা।    

এদিকে অগ্নিকান্ডের খবরে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের এবং ওসি (তদন্ত) মিজানুর রহমান ঘটনাস্হলে ছুটে যান।

আরও খবর