বিশেষ প্রতিবেদক :
সদ্য জম্ম নেওয়া এক শিশুর শরীরে টাকার বান্ডিল ও টাকা বিলিয়ে আনন্দ করার ছবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কক্সবাজার শহরে। জম্মের তিনদিনের মাথায় নবজাতককে টাকা বিলিয়ে ফূর্তি করার ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করলে এলাকাবাসীর মাঝে তৈরি হয় বিভিন্ন প্রতিক্রিয়া। তবে ফেসবুকে দেওয়ার কিছু পরেই ছবি ও ভিডিওটি মুছে দেওয়া হয়েছে।
কক্সবাজার শহরের ২নং ওয়ার্ডের নুনিয়াছড়া এলাকায় মাছ ব্যবসায়ী আজিমের বাসায় এমন ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, নুনিয়াছড়া এলাকার আজিমের মেয়ে শহরের পূর্ব বাহারছড়া এলাকার আবুল কালামের ছেলে রবিউল হাসান রিপনকে বিয়ে দেন। বিয়ের পর রবিউল হাসানের ঘরে তিনদিন আগে একটি ফুটফুটে মেয়ে সন্তানের জম্ম হয়।
মেয়ে সন্তান জম্মের তিনদিন পর গত শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে রিপনের ছোট ভাই কামরুল হাসান আবিদ তার নিজস্ব ফেসবুকে ‘আমার মেয়ে টাকার উপর শুয়ে আছে’ লিখে ছবিসহ একটি পোস্ট দেন। একই সাথে ১৮ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট দেওয়া হয়েছে। ভিডিও এবং ছবিতে সদ্য জম্ম নেওয়া শিশুর উপর জোরপূর্বক টাকার বান্ডিল ও টাকা বিলিয়ে দেওয়ার দৃশ্য দেখা যায়। পরিবারের সদস্যরা খুশিতে নবজাতকের উপর টাকাও বিলিয়ে দিচ্ছে। টাকা বিলানোর সময় কান্নাও করছে নবজাতক। তবে কিছুক্ষণ পরে পোস্ট গুলো মুছে দেওয়া হয়েছে। এমন পোস্ট নিয়ে পরিবারে বৈধ আয়ের প্রশ্ন তুলছে অনেকেই।
জানা গেছে, রবিউল হাসান রিপনের পিতা আবুল কালাম কক্সবাজার জেলা প্রশাসনের কার্যালয়ের একজন চতুর্থ শ্রেণির কর্মচারী। তবে অঢেল সম্পদের মালিক। রিপনের শ^শুর আজিম একজন মাছ ব্যবসায়ী। তবে আজিম একসময় চিহ্নিত জলদস্যু ছিল। প্রশাসনের জলদস্যুর তালিকায় এখনো তার নাম রয়েছে। এছাড়া নুনিয়াছড়া এলাকায় সর্বপ্রথম হিরোইনের ব্যবসা ছিল আজিমের বাড়িতে। এক সময় এলাকাবাসীরা তাদের বসতবাড়িও উচ্ছেদ করতে গিয়েছিল অবৈধ ব্যবসা করার কারণে।
এবিষয়ে জানতে রিপনের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। রিপনের বাবা আবুল কালাম বলেন, এসব ছবি বা ভিডিও আমার বাসায় হয়নি। রিপনের শ^শুর বাড়িতে হয়েছে। তবে এসব বিষয়ে তেমন কিছু আমি জানি না।
কক্সবাজার পিপল ফোরামের সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, নবজাতককের শরীরে এভাবে টাকা বিলিয়ে দিয়ে ফেসুবকে পোস্ট করা ঠিক না। এটি একটি সামাজিক অবক্ষয়ের কারণ। টাকাগুলো অবৈধ নাকি বৈধ তা খতিয়ে দেওয়া প্রয়োজন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-