প্রেস বিজ্ঞপ্তি :
উখিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার বিকালে এ উপলক্ষে দলের উপজেলা শাখার আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও পরে কেক কাটা হয়।
উপজেলা বিএনপি সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলাধীন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি যুগ্ন-সম্পাদক দলিলুর রহমান শাহিন, যুগ্ন-সম্পাদক মোঃ সেলিম, রাজাপালং দক্ষিণ বিএনপি সভাপতি শাহজাহান আলী, হলদিয়াপালং দক্ষিণের সভাপতি জামাল মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক শামসুল আলম মেম্বার, উপজেলা বিএনপি নেতা আয়ূব খন্দকার, জেলা মৎস্যজীবী দলের যগ্ন -আহবায়ক রিদুয়ান সিদ্দিক, উপজেলা যুবদলের সভাপতি আহসান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আজফার সাবিত চৌধুরী, রাজাপালং উত্তর যুবদলের সভাপতি রিদুয়ানুর রহমান বাপ্পী, রত্নাপালং যুবদলের সভাপতি মনিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিদুয়ানুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রত্নাপালং যুবদলের সাধারণ সম্পাদক সালামত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন, ছাত্রনেতা ওমর ফারুক, জিয়াউল হক রানা, আব্দুল্লাহ আল মামুন, মোঃ ইউনুছ, জিয়াউল করিম রিয়াদ, ইমরান আল মাহমুদ, ওমর ফারুক, আব্দুল্লাহ আল জুবাইর বাপ্পি, সিঃসহ-সভাপতি সাইফুর রহমান সিকদার, সহ উপজেলা ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা, অনতিবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি ও একই সঙ্গে দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
উপজেলা যুবদলের সিঃসহ-সভাপতি সাইফুর রহমান সিকদারের সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি নুরুল হোসাইন আজাদ যুক্তিবাদী।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-