গত ২৮ আগষ্ট ২০১৯ ইং তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘বাবু খান’ নামে একটি আইডি থেকে ২ টা ৫৮ মিনিটে জসিম উদ্দীন অর্থাৎ আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর একটি পোষ্ট দেয়া হয়েছে। এটা সর্ম্পূণ ভিত্তিহীন ও উদ্দেশ্যেপ্রণোদিত। এটা দেখে আমি খুবই মর্মাহত। অথচ আমি উল্টাখালী উচ্চ বিদ্যালয়ের একজন সভাপতি হই। সমাজিকভাবে এলাকায় আমার একটি মান-সম্মান রয়েছে। এলাকার একটি কুচক্রি মহল আমি সামাজিকভাবে সম্মানিত হয় এটা সইতে না পেরে আমার বিরুদ্ধে উটেপড়ে লেগেছে। উক্ত পোষ্টে আমার ব্যক্তিগত সম্মান ক্ষুন্ন এবং বিদ্যালয়কে ধ্বংস করার জন্য এই অপপ্রচার চালানো হয়।
‘বাবু খান’ নামে ফেসবুক আইডিটি আমার পরিচিত। কিন্তু সে ফেসবুক আইডিতে যে ছবি আছে তা আমার পরিচিত। ওই বাবু খানকে বলা হলে সেই পরিচিত ‘বাবু খান’ সেই আইডি চালায় না বলে অস্বীকার করেন। ভবিষ্যতে আমার বিরুদ্ধে এ ধরনের মানহানিকর অপপ্রচার পোষ্ট করলে আমি আইনগত ব্যবস্থা অর্থাৎ মামলা করিতে বাধ্য থাকিব।
‘বাবু খান’ নামে ফেসবুকের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার করার আমি তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি। উক্ত মিথ্যা ভিত্তিহীন অপপ্রচারে এলাকাবাসী ও সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদকারী
জসিম উদ্দীন (সভাপতি) উল্টাখালী উচ্চ বিদ্যালয়, ভারুয়াখালী, কক্সবাজার সদর।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-