গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল
টেকনাফ উপজেলা বিএনপির আয়োজনে দুই ভাগে বিভক্ত হয়ে নেতা কর্মিরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।
জানা যায়,বহুদিন পর হলেও টেকনাফে বিএনপি ও অঙ্গ সংগঠনের জিমিয়ে পড়া নেতা কর্মিরা এই দিবসটি পালন করতে সক্ষম হয়েছে। দলীয় এই কর্মসুচি উপলক্ষ্যে গুটি কয়েক নেতাকর্মি মাঠ পর্যায়ে দেখা গেলেও এখনো অনেক সুবিধাবাদী নেতাকর্মি রয়ে গেছে আড়ালে! এদিকে দীর্ঘদিন পরেও টেকনাফের বিএনপির নেতাকর্মিরা এক সাথে একই ব্যানারের ছায়া তলে এসে জাতীয় কর্মসুচি পালন করতে পারেনি! কারন এখানকার নেতা কর্মিদের মধ্যে মনের কোন মিল নেই! তৃনমুল কর্মিরা যাকে নেতা হিসাবে পেতে চাই, তাকে নেতা না বানিয়ে টাকার বিনিময়ে পকেট কমিটি দেওয়া হয়।
এই সমস্ত মতামত বিহীন কমিটি দেওয়াকে কেন্দ্র করে টেকনাফ বিএনপি এখন বেহাল দশায় পরিনত হয়েছে। তারেই ধারাবাহিকতায় গত কয়েকদিন আগে টেকনাফ উপজেলা বিএনপির আগের কমিটি বিলুপ্ত করে একটি নতুন কমিটি গঠন করে জেলা বিএনপি। এই খবরটি চারিদিকে ছড়িয়ে পড়ার সাথে সাথে আবারও টেকনাফ বিএনপির তৃনমুল নেতা কর্মিদের মাঝে দেখা দিয়েছে ক্ষোভের বহিপ্রকাশ। বিএনপি পাগল সাধারন জনগনের মাঝে নেমে এসেছে এক কালো ছায়া।
খবর নিয়ে জানা যায়,টেকনাফ উপজেলা বিএনপির নতুন কমিটিতে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সমস্ত নেতারা তৃনমুল নেতাকর্মিদের গ্রহন যোগ্য না হওয়ায় ১লা সেপ্টেম্বর সকালের দিকে হ্নীলা উত্তর শাখা বিএনপির কমিটিসহ ওয়ার্ড পর্যায়ের তৃনমুল নেতা কর্মিরা সকলেই স্ব-ইচ্ছায় নিজ দায়িত্ব থেকে পদত্যাগ করে।
এই সংবাদটির সত্যতা নিশ্চিত করেছেন হ্নীলা উত্তর শাখা বিএনপির সভাপতি আবছার কামাল নোবেল। এদিকে দীর্ঘদিন টেকনাফ বিএনপি জাতীয় কর্মসুচি পালন করছে। কিন্তু নেতা কর্মিরা দুই ভাগে বিভক্ত।
একটি গ্রুপ কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদককে প্রধান অতিথি করে ৪১তম প্রতিষ্টা বার্ষিকী পালন করেছে।
অন্যদিকে নবগঠিত উপজেলা বিএনপির সভাপতি এ্যাভোকেট হাসান সিদ্দিকীর নেতৃত্বে হ্নীলা ইউনিয়নে পালিত হয়েছে আরেকটি কর্মসুচি।
অনুসন্ধানে আরো জানা যায় দীর্ঘদিন পর জাতীয় কর্মসুচি দুই ভাগে পালন হওয়ায় টেকনাফ বিএনপি পাগল নেতাকর্মিদের মাঝে বিরাজ করছে চরম হতাশা।
দুইটি গ্রুপের আলোচনা সভায় বক্তারা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-