অস্ত্র, গুলি ও ইয়াবাসহ শ্রমিকলীগ নেতা গ্রেফতার

ডেস্ক রিপোর্ট – লক্ষ্মীপুরের রায়পুরে র‍্যাবের অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ জহির সর্দার নামে এক শ্রমিকলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে রায়পুর পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসময় জহিরের কাছ থেকে ১টি এলজি, ১ রাউন্ড গুলি ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জহির রায়পুর পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ডের দেনায়েতপুর এলাকার আবদুর রহিমের ছেলে।

র‌্যাব-১১-এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক নরেশ চাকমা বলেন, জহির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে।

আরও খবর