ডেস্ক রিপোর্ট – লুঙ্গী ফেরির আড়ালে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে ধরা খেলেন জাবেদ (৫৫) নামে এক মাদক বিক্রেতা। শনিবার (৩১ আগস্ট) দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া আদর্শ ডিগ্রি কলেজ এলাকা থেকে অভিযান চালিয়ে ৫ হাজার ৩০ পিস ইয়াবাসহ তাকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
জাবেদ লৌহজং উপজেলার মৌছামান্দা গ্রামের বাসিন্দা।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে র্যাব-১১।
র্যাব-১১, সিপিসি-১ এর পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান জানান, গাংচিল বাস কাউন্টারের সামনে লুঙ্গি ফেরির মাধ্যমে ইয়াবা বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫ হাজার ৩০ পিস ইয়াবা, মাদক বিক্রির এক হাজার ১০০ টাকা, মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে। তিনি কক্সবাজার ও চাঁদপুর জেলা থেকে ইয়াবা এনে জেলায় লুঙ্গী ফেরির মাধ্যমে ব্যবসা করছিল।
এই ঘটনায় সিরাজদিখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-