চকরিয়ায় বজ্রপাতে নিহত ২,আহত ১

আবদুল করিম বিটু, চকরিয়া

কক্সবাজারের চকরিয়ায় পৃথক পৃথক স্থানে বজ্রপাতে নারীসহ দুইজন নিহত ও একজন আহত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পাগলির বিল এলাকায় রামহরির স্ত্রী শেলি মল্লিক (৫১) নামের এক নারী ও দক্ষিণ বালুচর এলাকার নূর আহমদের ছেলে দিনমজুর নুরুল আবছার (৩৭) বজ্রপাতে নিহত হয়েছেন। আহত হয়েছেন একই ইউনিয়নের কাটাখালী এলাকার আবদুস সালামের ছেলে শাহাবউদ্দিন (৩৫)।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে হঠাৎ করে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে আমার ইউনিয়নের পাগলিরবিল এলাকায় শেলি মল্লিক, বহলতলী ষোল হিস্যাঘোনা এলাকায় নুরুল আবছার নিহত হন।

কাটাখালী এলাকায় শাহাবউদ্দিন নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহত শাহাবউদ্দিনকে মালুমঘাট খ্রীষ্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

আরও খবর