গিয়াস উদ্দিন ভূলু, কক্সবাজার জার্নাল
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে পাঁচ হাজার ৩২০ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র্যাব।
শুক্রবার সকালে উপজেলার হ্নীলা ইউপির জাদিমুড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আলী জোহার একই এলাকার আলী আহমদের ছেলে।
র্যাব-১৫ এর সিপিসি-১ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার মির্জা শাহেদ মাহতাব (এক্স) বিএন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাদিমুড়া আলী জোহারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পাঁচ হাজার ৩২০ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৬ লাখ ৬০ হাজার টাকা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-