কক্সবাজারে হান্ডি, রূপসী বাংলা ও শালিক রেস্টুরেন্টকে ১, ১০,০০০ টাকা জরিমানা

সাইফুল ইসলাম, কক্সবাজার জার্নাল

পর্যটন নগীর কক্সবাজারে সমুদ্র সৈকত সংলগ্ন এলাকার তিনটি রেস্টেুরেন্টে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

২৮ আগষ্ট (বুধবার) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন সূত্রধর এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নোংরা ও অপরিষ্কার পরিবেশে খাবার তৈরি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় সমুদ্র সৈকত সংলগ্ন হান্ডি, রূপসী বাংলা ও শালিক রেস্টুরেন্ট-সহ তিনটি রেন্টেুরেন্টকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে প্রসিকিউশন প্রদান করেন কক্সবাজার জেলার সেনিটারি অফিসার তরুণ বড়–য়া।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন সূত্রধর বলেন, অপরিস্কার ও মূল তালিকা প্রদর্শন না করায় হান্ডি, রূপসী বাংলা ও শালিক রেস্টুরেন্টকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর