সরওয়ার কামাল,মহেশখালী
মহেশখালী থানার পুলিশের বিশেষ অভিযানে ২৭ আগস্ট ভোর রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক ৫০ জন আসামী কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ ওসি প্রভাষ চন্দ্র ধর এর নির্দেশে পুলিশ পরিদর্শক তদন্ত বাবুল আজাদের নেতৃত্বে পুলিশের কয়েকটি ইউনিট ভাগ হয়ে অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মারামারি, অস্ত্র, হত্যা,নারী ও শিশু নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানাগেছে।
এ ব্যাপারে মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান- মহেশখালীর আইন শৃংখলা নিয়ন্ত্রন রাখতে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার আসামী গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামীদের কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
তিনি আরও বলেন এই অভিযান অব্যাহত থাকবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-